আজকাল ওয়েবডেস্কঃ মাঝ রাস্তায় কী করতে শুরু করলেন দুই মহিলা! তাঁদের কাণ্ড দেখে রক্তচক্ষু নেটপাড়ার বাসিন্দাদের। অদ্ভুত এই দৃশ্য দেখলে অবাক হবেন আপনিও।
ভরা রাস্তায় আশ্লীল ভঙ্গিতে নাচতে শুরু করলেন দুই মহিলা। লজ্জা-ভয়কে একপ্রকার তুড়ি মেড়ে উড়িয়ে দিয়েছেন যেন তাঁরা। তাঁদের পোশাক নিয়ে সমালোচনা করতে দেখা গিয়েছে নেটিজেনদের। 
সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গিয়েছে,দুই মহিলা মাঝরাস্তায় একটি দাঁড়ানো অটোর পাশে নাচ করছেন। এই দৃশ্য পাঞ্জাবের লুধিয়ানার কোনও এক সড়কের বলেই খবর। 
দুই মহিলার এই অদ্ভুত কাণ্ডের ভিডিও সামাজমাধ্যম জুড়ে ছেয়ে গিয়েছে। ঘটনাটি ১৬ এপ্রিলের। কমেন্ট বক্সে মিশ্র প্রতিক্রিয়া এসেছে। নেটনাগরিকের একজন ক্ষোভ প্রকাশ করে দুই মহিলাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। আরও এক ব্যক্তি তাঁদের কটাক্ষ করে বলেছেন, সাধারণ আচরণ জ্ঞান পর্যন্ত নেই এই দুই মহিলার।